সাংবাদিক দিদারুল আলম আর নেই

0

চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম না ফেরার দেশে চলে গেলেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের এই আলোকচিত্র সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।‌

s alam president – mobile

বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এর ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন ।‌ সর্বশেষ চমেক হাসপাতালের আইসিউতে তাকে হাইফ্লো অক্সিজেন দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তার।

তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য শুভার্থী সহকর্মী স্বজন রেখে গেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!