সাংবাদিক আবদুস সাত্তারের মা আর নেই

চট্টগ্রাম প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আব্দুস সাত্তারের মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টায় ফটিকছড়ির পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর নামাজে জানাজা বুধবার (৪ মার্চ) আসরের নামাজের পর ফটিকছড়ির সাদেক আলী খলিফা জামে মসজিদ ইদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রতিদিন পরিবার শোকাহত। চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, ব্যবস্থাপনা সম্পাদক হাসান আকবরী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আনোয়ারা বেগমের মৃত্যুতে ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান এসএম আবু তৈয়ব, পৌর মেয়র মো. ইসমাইল হোসেন শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক জ্ঞাপন করেছেন ফটিকছড়ি সাংবাদিক পরিষদ চট্টগ্রামের সদস্যরা।

এফএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm