সাংবাদিক আক্কাস উদ্দিনের মা আর নেই

চট্টগ্রাম প্রতিদিনের সাতকানিয়া প্রতিনিধি সৈয়দ আক্কাস উদ্দিনের মা ছকিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। আজ রাতে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আক্কাসের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm