সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের নেতৃবৃন্দ

ছাত্রশিবির যে কোনো ধরনের সমালোচনা ইতিবাচকভাবেই নিচ্ছে। সেই জায়গা থেকে গণমাধ্যম এবং সাংবাদিকতা থেকে সংগঠনটি গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম এমন কথা উল্লেখ করে জানান, গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা শিবিরের অব্যাহত অগ্রযাত্রাকে আরও বেশি গতিশীল করবে।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, ‘যে কোনো ধরনের সমালোচনা আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি। গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য উপকারী হবে।’

চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময়ে ফখরুল ইসলাম আরও বলেন, ‘আদর্শিক ভিন্নতা থাকাটা স্বাভাবিক, কিন্তু সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে কারও ভিন্নমত থাকার কথা নয়। আমারা আমাদের ঐক্যের জায়গাগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারলে সম্প্রতির এই দেশ সৌহার্দ্যের সৌরভে ভরে উঠবে।’

ফখরুল ইসলাম আরও বলেন, ‘চট্টগ্রামে ভিন্ন ভিন্ন ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। বন্দরনগরীর অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্বৈরাচারের আমলে ক্ষতিগ্রস্থ শিক্ষার পরিবেশ সংস্কারে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কোনো বিকল্প নেই।’

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক, অফিস সম্পাদক খুররম মুরাদ, প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন আকাশ প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm