সাংবাদিকদের ভার্চুয়াল মিটিং যেন সহমর্মিতার সেতুবন্ধন

সাংবাদিক মিলনমেলা উদযাপন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল মিটিং যেন সহমর্মিতার সেতুবন্ধন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী সংবাদকর্মীদের সুখ, অবজ্ঞা-বঞ্চনার অপ্রকাশিত কষ্ট বিনিময়ের অন্যরকম আসর হয়ে উঠে এ মিটিং। সকলের খোলামেলা আলোচনা, সমস্যা তুলে ধরা, সমাধানের পথ নিয়ে আলোচনাসহ সাংবাদিকতার পুনর্জাগরণে সুপারিশ তুলে ধরেন আলোচকরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় শুরু হয়ে রাত ১২টায় শেষ হয় এ মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে সভাপতিত্ব করেন দৈনিক দেশবাংলা’র সম্পাদক সাঈদুর রহমান রিমন। সঞ্চালনায় ছিলেন দৈনিক নয়াদিগন্ত’র সাংবাদিক এমএ আকরাম।

আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য মিলনমেলায় সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলা নিয়ে সাঈদুর রহমান রিমনের সূচনা বক্তব্য দিয়েই ভার্চুয়াল মিটিংটি শুরু হয়।

পরে বক্তব্য দেন কক্সবাজারের সাংবাদিক দৈনিক রূপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।

এছাড়া বক্তারা পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ব্যতিক্রম একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার দাবিসহ নানা পরামর্শ দেন। একইসঙ্গে প্রতিটি কর্মসূচির ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেওয়ারও সুপারিশ করা হয়।

বক্তব্য দেন ভোলার এনটিভি’র স্টাফ রিপোর্টার আফজাল খান, চট্টগ্রামের সোহাগ আরেফিন, বরিশালের দুটি দৈনিক পত্রিকার সম্পাদক কাজী মিরাজ, দিনাজপুরের চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, লন্ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি রিমি সর্দার কবিতা, বৈশাখী টিভির রাঙামাটি প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক কিরণ শর্মা, ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, পিরোজপুরের সাংবাদিক সোহেল সর্দার, ঝিনাইদহের একুশে টিভি ও জনকণ্ঠ’র প্রতিনিধি এম রায়হান, খাগড়াছড়ি থেকে দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক হাসান আল মামুন।

আরও বক্তব্য দেন পাবনার মাইটিভি প্রতিনিধি প্রভাষক গিয়াসউদ্দিন, ঝালকাঠির সাংবাদিক প্রভাষক রেজাউল ইসলাম বাচ্চু, বাসস’র গোপালগঞ্জ প্রতিনিধি হায়দার হোসাইন, বাগেরহাটের আরটিভি’র জেলা প্রতিনিধি সামছুর রহমান, বান্দরবানের জনকণ্ঠ প্রতিনিধি আব্দুর রহিম, চাঁপাই নবাবগঞ্জের চ্যানেল এস প্রতিনিধি আলমগীর হোসেন, বরিশালের দেশবাংলার ব্যুরো চিফ মামুনুর রশিদ নোমানী, সরেজমিন বার্তার সিনিয়র রিপোর্টার শারমিন সুলতানা মিতু।

মিটিংয়ে আয়োজক কমিটির পক্ষে সদস্য সচিব এমএ আকরাম দু’দিন ব্যাপী মিলনমেলার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। মিলনমেলায় এ পর্যন্ত সারাদেশের তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আয়োজক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পল্লব।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm