সয়াবিনের দাম কমলো লিটারে ৫ টাকা

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে যথাক্রমে ১৮৭ ও ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পাঁচ লিটারে ২১ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম ওয়েলের দামও কমেছে পাঁচ টাকা।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৬ নভেম্বর এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ছিল ১৯২ টাকা। আর পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ ও মূল্য পর্যালোচনার লক্ষ্যে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত সভার আলোচনায় সবার সম্মতিতে পরিশোধিত সয়াবিন তেল ও পাম সুপারের (খোলা) সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হলো। এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm