সম্মিলিত পেশাজীবী পরিষদ সন্দ্বীপের আহ্বায়ক সেকান্দর, সদস্য সচিব মোমেন

সম্মিলিত পেশাজীবী পরিষদের সন্দ্বীপ উপজেলার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল জিপি) মোহাম্মদ সেকান্দর বাদশাকে এবং সদস্য সচিব করা হয়েছে ইঞ্জিনিয়ার মো. মোমেনকে।

রোববার (১৮ নভেম্বর) কমিটির অনুমোদন দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক ও দৈনিক আমার দেশের চট্টগ্রামের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন—আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাস্টার ফজলুল করিম বাবুল, ইঞ্জিনিয়ার সুজিত নন্দী, সবুর খান, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজওয়া সুলতানা, ইঞ্জিনিয়ার জুয়েল আফছার রায়হান, আব্দুল মান্নান, মাস্টার আফছার উদ্দিন, মাস্টার ইব্রাহিম ও ইব্রাহিম অপু।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm