সম্পদের হিসাব দিতে হবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৬ কর্মকর্তাকে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ছয় কর্মকর্তার সম্পদের বিবরণ চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মার্চ) দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশপ্রাপকদের চারজন চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বর্তমানে কর্মরত আছেন। তারা হলেন শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কাশেম মো. ফজলুল হক, স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিন এবং সহকারী সচিব মোহাম্মদ সাইফুদ্দীন। ইতিমধ্যে বদলি হওয়া অপর দুজন হলেন সাবেক উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঞা। তিনি বর্তমানে ঢাকা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক। রয়েছেন সাবেক উপসচিব মো. ফখরুল মাওলা। তিনি বর্তমানে গাছবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক।

দুর্নীতি দমন কমিশন এর আগেও এই ছয়জনের কাছে নোটিশ পাঠিয়েছিল। তবে তার জবাব পায়নি সংস্থাটি। এ নিয়ে দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো হল। যেসব তথ্য চাওয়া হয়েছে তা না দিলে অভিযোগগুলো সত্য ধরে নেওয়া হবে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে যে ছয়টি তথ্য চাওয়া হয়েছে, সেগুলো হলো নিজের ও স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের বিবরণ, স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব, ট্যাক্স ফাইলের বিবরণ, বেতন ও অন্যান্য খাত থেকে আয়ের উৎস ও বিবরণ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm