সমুদ্রে গোসল করতে নেমে ঢাকার পর্যটকের মৃত্যু কক্সবাজারে

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকার এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত পর্যটকের নাম মোহাম্মদ সুমন। তিনি ঢাকার বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে মোহাম্মদ সুমন নামের এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে তিনি সাগরে ডুবে যান। পরে লাইফগার্ড কর্মীরা বিকাল ৩টার দিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুমন সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে ওঠেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm