সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় এ বছর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে চলতি বছরের অনুষ্ঠিতব্য সমন্বিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে চবি কর্তৃপক্ষ। ফলে আগের নিয়মানুযায়ী চলতি বছরও চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর আহমদ।
তিনি বলেন, ‌‘এ বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়। সমন্বিত ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় পর্যালোচনা শেষে আগামী বছর ইউজিসিকে সিদ্ধান্ত জানাবে চবি কর্তৃপক্ষ।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm