চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর প্রথমবারের মত হাসপাতাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে পরিদর্শনে গেলে শিক্ষা উপমন্ত্রীকে স্বাগত জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন। এ সময় শিক্ষা উপমন্ত্রী চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসা ব্যবস্থা, বিশেষায়িত ক্যান্সার ইউনিটের ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান, নির্মাণাধীন করোনা ইউনিট -২ এর কাজ পরিদর্শন করেন। তিনি এ সময় চিকিৎসক, নার্স এবং রোগীদের সাথেও কথা বলেন।
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিকিৎসাখাতের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাঁর একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে বিশেষায়িত ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। গত ১১ বছরে আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যখাতে প্রচুর বিনিয়োগ করছে। যার সুফল সাধারণ জণগণ পাচ্ছে।’
তিনি বলেন, ‘ডাক্তার-নার্সসহ চিকিৎসা সেবার সাথে জড়িত সকলে তাদের স্বল্প সম্পদের বিপরীতে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা চালাচ্ছেন। তাই চিকিৎসা সেবার সাথে জড়িত সকলকে আমি আন্তরি ধন্যবাদ জানাই।’
এ সময় শিক্ষা উপমন্ত্রী চমেক হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নে সকল সহযোগিতা কামনা করেন।
শিক্ষা উপমন্ত্রীর সাথে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, প্রসূতি ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. শাহনারা চৌধুরী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অনিরুদ্ধ ঘোষ জয়, চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউছুফ, চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান প্রমুখ।
এমএফও