ঈদ গেলেও সবজির বাজার এখনও চড়া নগরে

কোরবানির ঈদের পর চট্টগ্রাম নগরের কাঁচাবাজারগুলোতে সবজির দাম চড়া। সরজমিনে গিয়ে দেখা যায় রিয়াজউদ্দিন বাজারের তুলনায় কাজির দেউড়ি বাজারে কাঁচা সবজি বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। দোকানিরা বলছেন ঈদের পর নগরীতে মানুষের উপস্থিতি বাড়ার কারণে ও বৃষ্টির কারণে দাম বেড়েছে সবজির।

কাজির দেউড়ি বাজারে আসা ক্রেতা মাসুম আক্ষেপের সুরে বললেন, সবকিছুই সাধারণের নাগালের বাইরে যাচ্ছে। কাঁচাবাজারের পণ্যগুলোও ক্রয়সীমা ছাড়িয়ে যাচ্ছে। সবজিরও এখন আকাশচুম্বী দাম।

সবজি বিক্রেতা আব্দুল মান্নান বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের সবজির দাম ১০-২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। কোরবানির ছুটিতে শহর অনেকটা ফাঁকা ছিল তখন দাম একটু কম ছিল। কিন্তু এখন শহরে লোকজন ফিরে আসায় দাম একটু বেড়েছে। এছাড়াও আমদানি কমে গেছে।’

কয়েকজন ক্রেতা জানান, বন্যার পরে সবজির দাম যে হারে বেড়ে গিয়েছিল সে হারে এখন সবজির দাম অনেক কমেছে। কিন্তু গত সপ্তাহের চেয়ে একটু বেড়েছে সবজির দাম।

রিয়াজউদ্দিন বাজারের তুলনায় দ্বিগুণ দামে কেন বিক্রি করছে জানতে চাইলে কাজির দেউড়ি বাজারের দোকানিরা কথা বলতে চাননি। একজন সবজি বিক্রেতা বলেন, কই দাম বাড়লো? আমাদের এখানে তো গত সপ্তাহের তুলনায় বরং দাম কমেছে। প্রতি কেজি সবজি ১৫ থেকে ২০ টাকা হারে কমেছে।

সবজি ক্রেতা মনছুর আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বন্যা গেলো, ঈদও গেলো কিন্তু বিক্রেতারা সবজির দাম কমায় না। প্রতিদিনকার খাবারে সবজিতো থাকেই। এত দাম দিয়ে কি সবজি খাওয়া যায়। সাধারণ মানুষের পক্ষেতো অনেক বেশি কষ্টকর হয়ে যায় সবজির দাম বাড়লে।

রিয়াজউদ্দিন বাজারে করলা প্রতি কেজি ৫০, টমেটো ৯০-৯৫ টাকা, পটল ৩৫, কাকরোল ৪০, শিমের ধরন ভিত্তিতে ৮০-৯০, বরবটি ৭০, ঢেড়শ ৩৫, কচুর ফুল ৬০, লাউ ২৫-৩০, মুন্সিগঞ্জের আলু ২০, দেশি আলু ৫০, বেগুন ৬০, শসা ৫০, কাঁচামরিচ ৮০, ধনেপাতা ১০০, গাজর ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, কাঁচা পেঁপে ২০, লম্বা বেগুন ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়ো ৩০ ও কচু ৫০।

কাজির দেউড়ি বাজারে করলা প্রতি কেজি ৮০, টমেটো ১২০, পটল ৫০, কাকরল ৬০, শিম ১৮০, বরবটি ১২০, ঢেড়শ ৭০ টাকা, কচুর ফুল ৫০ টাকা, লাউ ৫০ টাকা, মুন্সিগঞ্জের আলু ২৫, দেশি আলু ৪০, বেগুন ৭০, শসা ৭০, কাঁচামরিচ ৮০, ধনেপাতা ১২০, গাজর ৫০, চিচিঙ্গা ৬০, কাঁচা পেঁপে ৪০, লম্বা বেগুন ৭০, মিষ্টি কুমড়ো ৩০ ও কচু ৫০।

এসএএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm