সপ্তাহে একদিন নাগরিকদের অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার

সপ্তাহে একদিন নাগরিকদের কাছ থেকে অভিযোগ ও সমস্যার কথা শুনবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আর এ আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘ওপেন হাউস ডে’। শিগগিরই এ কার্যক্রম চালু হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে সিএমপির পক্ষ থেকে।

সপ্তাহের প্রতি মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যার কথা শুনে তা সমাধানের চেষ্টা করবেন পুলিশ কমিশনার। এছাড়া ক্রাইম ডিভিশনগুলোর প্রত্যক উপ-পুলিশ কমিশনার একইভাবে সপ্তাহের অন্য একটি দিনে একই আয়োজন করবে।

শনিবার (১৪ মেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

অন্যদিকে সপ্তাহের প্রতি রোববার বিকাল ৩টায় নগরীর প্রত্যক থানায় এ কার্যক্রম চলবে। যেখানে থানার ওসি সেবাগ্রহীতাদের কথা শুনবেন।

ওপেন হাউস ডে চালু করা হলে ইভটিজিং, কিশোর গ্যাংয়ের উৎপাত, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ এবং মাদকের বিস্তার নিয়ন্ত্রণে রাখা যাবে। জনগণ থানায় গিয়ে হয়রানির শিকার হলে সে বিষয়েও ‘ওপেন হাউস ডে’-তে সরাসরি অভিযোগ করা যাবে বলে জানানো হয় সিএমপির পক্ষ থেকে।

এর আগে সর্বপ্রথম ২০০৭ সালে ঢাকায় ‘ওপেন হাউস ডে’ কার্যক্রম শুরু হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm