সন্দ্বীপে ৩ আওয়ামী লীগ নেতাকে প্রতিপক্ষের ছুরিকাঘাত

চট্রগ্রামের সন্দ্বীপে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিন আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। আহতরা স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার অনুসারী বলে জানা গেছে।

বুধবার (৬ এপ্রিল) বিকাল ৩টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের কেরামতিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মাইটভাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবর (৩৮), ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাজিম (২৪) এবং আজিম (২৮)।

মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শিমুল বলেন, মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের অনুসারী মাসুম, মুন্না, টিটু, সুমন, রামিনসহ ৮ থেকে ১০ জন এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে তিন আওয়ামী লীগ নেতাকে। বর্তমানে আহতরা স্থানীয় একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার অনুসারী বলে জানান ছাত্রলীগ নেতা শিমুল।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, ‘এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm