সন্দ্বীপে বাল্যবিয়ে করতে গিয়ে জরিমানা গুনলেন বর

চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে। অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আসরে নির্বাহী অফিসারের উপস্থিতির খবর পেয়ে বর বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার বাউরিয়া ইউনিয়নের কুচিয়ামোড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বাল্যবিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান কুচিয়ামোড়া অজিউল্লায় মাস্টার বাড়িতে উপস্থিত হন। সেখানে বাল্যবিয়ের সত্যতা পাওয়া গেলে বিয়ে বন্ধ করে দেন। পরে কনের বাবা-মাকে এলাকাবাসীর উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, বাল্যবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দিয়েছি। মেয়ের মা-বাবা মেয়েকে জন্ম সনদ নকল করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। মেয়ের পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm