সন্দ্বীপে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা

নানা আয়োজনে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতা ও সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সন্দ্বীপ উপজেলায় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৫ শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা সেনের হাট আসে। এরপর জাতীয় ও যুবলীগের দলীয় পতাকা নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুন্নবী ভুট্টাে মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মন্জু, সানাউল্লাহ শামীম, কাজী আরিফুর রহমান মেহরাজ, ইয়াহিয়া মিলন, আবুল কাউছার,আবুল মহসিন সেলিম, রেজাউল করিম, আবুল কাশেম, মামুন মেম্বার, আবদুল মন্নান, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কাজী ফোরকান, সাধারন সম্পাদক মাকছুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহেদ সরওয়ার শিমুল, প্রচার সম্পাদক আনোয়ারুল কবির।

এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রিদয়, মাকসুদ আলম, দেলোয়ার হোসেন, আবদুর রহিম শিবলী, আইনুল কবির মুন্না, দেলোয়ার হোসেন,মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আলাউদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাউদ্দিন কাদের আরমান, সহ সম্পাদক তাজুল ইসলাম রুমি, টুটুল চৌধুরী প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm