সন্দ্বীপে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়েছে। প্রতিদিন কোথাও না কোথাও পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর আসছ্ বৃহষ্পতিবারও চট্টগ্রামের সন্দ্বীপে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সন্দ্বীপ উপজেলার মগধরা ৪নং ওয়ার্ডে অজিউল্লা সেরাং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুকুরে ডুবে যাওয়া ওই শিশুর নাম জান্নাতুন আয়েশা সোহানা (৪)। সে ওই ওয়ার্ডের ইউনিয়ন সদস্য মোহাম্মদ সুমনের মেয়ে।

জানা যায়, সোহানার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সোহানা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সোহানাকে ভাসতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার ডিউটি অফিসার মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm