সন্দ্বীপে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে তনু গুহ (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত তনু গুহ সারিকাইত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুলিন গুহের বাড়ির ক্ষিতিশ গুহের পুত্র।
পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, তনু গুহ শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতেও ঘরে না ফেরায় খোঁজাখুজি করা হয়। তিনদিন বিভিন্নস্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাড়ির পাশের একটি পুকুরে তার ভাসমান লাশ দেখা যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশের শরীরে ডান পায়ের নিচে হালকা ক্ষত দেখা গেছে। উদ্ধারের পর লাশের শারীরিক লক্ষণ দেখে প্রতিবেশীদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে।
সন্দ্বীপ থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সোহেল জানান, ভাসমান লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসার পর বলা যাবে তিনি কিভাবে মারা গেছেন।
কেএস