কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ইরফান (২২) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাস স্টেশন এলাকার শফি উল্লাহর ছেলে।
রোববার (১২ মার্চ) সকাল ১০টায় রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের মুচ গাছতলা এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ইরফানের সঙ্গে থাকা রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামের বাসিন্দা শাহীন জানান, ইরফান তার বন্ধু। রোববার সকালে মোটরসাইকেল করে ছাগলখাইয়া নামের এক স্থানে রাবার বাগান দেখতে যাচ্ছিলেন। পথে মুচ গাছতলা এলাকায় পৌঁছলে ১০-১২ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইরফান।
এই সময় শাহীন অল্পের জন্য রক্ষা পান বলে জানান।
খবর পেয়ে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা এবং ১১ বিজিবি ছাগলখাইয়া বিওপির একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।
রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা জানান, সন্ত্রাসীদের গুলিতে ইরফান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাগ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
ডিজে