সনাক-টিআইবি-ইয়েস গ্রুপের পরিচালনায় চকরিয়ায় হাসপাতালে ‘ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক’ চালু

0

চকরিয়া প্রতিনিধি :
“অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের পথ সুগম করে”এই স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার ইয়েস গ্রুপের পরিচালনায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজনকে হাসপাতালের সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দুইদিন ব্যাপী ‘ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক’ ক্যাম্পেইন গত ২৬ ও ২৭ অক্টোবর ২০১৬ হাসপাতালের প্রধান গেইটে পরিচালিত হয়।

pic-chakaria-27-10-16
উক্ত কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে আগত রোগীদেরকে সনাকের ইয়েস সদস্যরা স্বাস্থ্যসেবা সর্ম্পকিত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করে সহযোগিতা করেন।

 

যেমন: বিনামূল্যে পাওয়া ওষুধের তালিকা; রোগীদেরকে বিনামূল্যে খাবার সরবরাহের তালিকা; বিভিন্ন এক্স-রে ও প্যাথলজীক্যাল পরীক্ষার নির্ধারিত ফি; অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রোগী দেখার সময়কাল; চিকিৎসা নিতে এসে জরুরী বিভাগ ও অন্যান্য বিভাগে কোন ফি বা বকশিস না দেয়া; হাসপাতালের ভিতরে ও বাহিরে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা; রোগী, রোগীর অভিভাবক এবং হাসপাতাল কতৃপক্ষ (ডাক্তার, স্টাফ,নার্স, ওয়ার্ড বয়) পরস্পরের সাথে ভাল ব্যবহার বিনিময় করা, এ্যম্বুলেন্স ব্যবহার করার নিয়ম ও নির্ধারিত ফি প্রভৃতি। ক্যাম্পেইন সকাল ন’টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।

 

s alam president – mobile

উল্লেখ্য, হাসপাতাল কতৃর্ৃৃপক্ষ থেকে নেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরী করা হাসপাতালের সেবা সম্পর্কিত একটি ভাঁজপত্র রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ধরণের ভাঁজপত্র রোগী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা এ ধরণের কার্যক্রমের প্রশংসা করেছেন।

 

উক্ত দুই দিনের ক্যাম্পেইন পরিচালনায় উপস্থিত ছিলেন চকরিয়া স্বজন গ্রুপের সমন্বয়ক এমএমইইচ ইয়াসির আরাফাত চৌধুরী, ইয়েস উপ-দলনেতা শ্যামলী জন্নাত ডলি, ইয়েস সদস্য তাওহিদুল ইসলাম, দিদারুল আলম, মোঃ ইউনুছ উদ্দিন, উম্মে হাফসা, কহিনুর আক্তার, তাসমিন জন্নাত মিম, আবু নাঈম, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া:

Yakub Group

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!