চট্টগাম নগরীর সদরঘাট এলাকার একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। নিউটন দাশ জানান, সদরঘাট এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের দুটি ২টি ইউনিটের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইএমই/কেএস