সদরঘাটে কেকেএস ফুডের দ্বিতীয় যাত্রা শুরু

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ফার্মভিলে সুইটসের যাত্রা শুরু হয়েছে। কেকেএস ফুড প্রতিষ্ঠানটি একই মালিকের চট্টগ্রামের দ্বিতীয় শো-রুম এটি।

বৃস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদরঘাট মোড়ে এ শো-রুমটি উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বাবু অমল মিত্র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম প্রতিদিনের পরিচালক সুমন কান্তি দে এবং ফার্মভিলের পরিচালক শহিদুল ইসলাম মারুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমের সত্ত্বাধিকারী বাবু রাজীব ঘোষ বলেন, গ্রাহকদের আস্থা অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য। এর আগে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা বারেক বিল্ডিং মোড়ে ফার্মভিলে সুইটসের কেকেএস ফুডের প্রথম শো-রুমটি চলমান রয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm