সড়ক দুর্ঘটনা কেড়ে নিল যুবক মোশাররফের প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোশাররফ হোসেন নামে এক যুবককে মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মোশাররফের (৪০) মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত মোশাররফ হোসেন বান্দরবানের ফাইতং ইউনিয়নের নয়াপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের ছোট ভাই বান্দরবান জেলা ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখী দুটি ইজিবাইক মহাসড়কের নলবিলা দরগাহগেট এলাকায় পৌঁছলে একটি বাস টমটম দুটিকে ধাক্কা দেয়। এ সময় টমটম দুটি সড়কের পাশে উল্টে যায়। আহত হয় চালকসহ সাত নারী-পুরুষ। এর মধ্যে একটিতে ছিলেন ভাইয়া। তিনি মারাত্মকভাবে আহত হওয়ায় আমরা দ্রুততার সাথে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ভাইয়া মারা যান।’

স্থানীয়সূত্রে একই দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়। তারা হলেন, লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকার রুহুল আমিন (৪০), শুকতারা বেগম (৪৫), তার মেয়ে তাসফিয়া বেগম (২২), রহিমা বেগম (৪০), আক্কাস আহমদ (৫৫) ও নাহিদা বেগম (১৮)। তাঁরা সবাই টমটমের যাত্রী।

নিহত মোশারফের খালাতো ভাই এম এ হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চকরিয়ার নলবিলা দরগাহগেট এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন।’

Yakub Group

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!