সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধ আমিনুল হক তোতা (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (৫ মার্চ) রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

জানা গেছে, গত ১ মার্চ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চৌমুহনী এলাকায় সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আমিনুল হক তোতা। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর রোববার রাত ২টায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘আমিনুল হক তোতা আমাদের খুব শ্রদ্ধার মানুষ ছিলেন। গত বুধবার সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে মাথায় গুরুতর জখম হয়। আহত হওয়ার পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm