সঞ্জিত আচার্য্য ও কল্যাণী ঘোষ চট্টগ্রাম প্রেসক্লাবের সঙ্গীত সন্ধ্যা মাতালেন

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে এক সংগীত সন্ধ্যা শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহিম ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির হায়দারের পরিচালনায় এ জমকালো সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আঞ্চলিক গানের কালজয়ী জুটি সঞ্জিত আচার্য্য ও কল্যাণী ঘোষ।

সঞ্জিত আচার্য্য ও কল্যাণী ঘোষ চট্টগ্রাম প্রেসক্লাবের সঙ্গীত সন্ধ্যা মাতালেন 1

শুরুতেই মঞ্চে উঠেন ‘আঞ্চলিক গানের রাজা’ খ্যাত সঞ্জিত আচার্য্য। তিনি একে একে গেয়ে উঠেন— ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, ও কালা চাঁন গলার মালা, ডালেতে লরিচরি বইও, যাইবার কালে মাইতাইয়া ন গেলা রে।’

এরপর আঞ্চলিক গানের রাণী কল্যাণী ঘোষ ‘বসন্ত বাতাসে সই গো, বিয়া গরি সাতদিন পর কেনে গেলাগই দুবাই, কি রে ওডা কি গল্লি, নয়নে নয়নে রাখিব রে শ্যাম তোরে পাইলে’ গানগুলো দিয়ে আসরে মুগ্ধতা ছড়ান।

পরে আঞ্চলিক গানের কালজয়ী এ জুটি দ্বৈত গান গেয়ে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। তারা একে একে গেয়ে শোনান— বানু রে, জ্বি জ্বি জ্বি; মন্নানরে বুঝাইয়ম আই কেন গরি, ও বাস কন্ডাকটার গানগুলো।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক পংকজ দস্তিদার, দেবপ্রসাদ দাস দেবু, এজেডএম হায়দার, চ্যানেল ২৪ এর রিজিওনাল এডিটর কামাল পারভেজ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামসেদ রেহমান চৌধুরী, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্লাবের সদস্য দেবদুলাল ভৌমিক ও গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এ সময় বলেন, ‘করোনা পরবর্তীতে সবাই দীর্ঘদিন অনেকটা ঘরবন্দী ছিলেন। দেশবরেণ্য শিল্পী সঞ্জিত আচার্য্য আর কল্যাণী ঘোষের চাটগাঁইয়া গান ক্লাবের সদস্যদের প্রাণিত করেছে।’

প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের সংগীতায়োজন প্রতি মাসে করার প্রতিশ্রুতি দেন চৌধুরী ফরিদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!