সকালে নির্দেশ, সন্ধ্যায় চকরিয়ার ওসিকে বদলি

উখিয়ার ওসি এলেন চকরিয়ায়

সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে। বদল হয়েছে পার্শ্ববর্তী থানা উখিয়ার ওসিও।

শনিবার (১ মার্চ) সাময়িকভাবে কক্সবাজারের পুলিশ সুপার পদের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে দুই থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়াকে পার্শ্ববর্তী উখিয়া থানায় বদলি করা হয়েছে। আবার উখিয়া থানার ওসি আরিফ হোছাইনকে চকরিয়া থানায় বদলি করা হয়েছে।

এর আগে শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের ভূঁইয়াকে এক দিনের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ওই মতবিনিময় সভায় ওসির বিরুদ্ধে অভিযোগ শোনার পর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে মোবাইলে এ নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভায় চকরিয়া থানার ওসি মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করছেন জানিয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশ করায় তাকে আটক করে চকরিয়া থানায় রেখে নির্যাতন করা হয় এবং মিথ্যা মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm