সওজ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ শাহ আরেফীন (পরিচিতি নং-৬০২২২৪), বিসিএস (সড়ক ও জনপথ) (সিভিল), চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm