‘সংস্কৃতি আলোকিত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংস্কৃতি সত্যিকারের আলোকিত সমাজ ও মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি মানুষের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যতটুকু সামঞ্জস্যপূর্ণ, ততটুকুই গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় বিজাতীয় ও অপসংস্কৃতির সবকিছুই বর্জন করতে হবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চসিক নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সৃজন সাংস্কৃতিক পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরস্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরীর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ডেপুটি এটর্নি জেনারেল এড. মো. আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী, উপদেষ্টা লায়ন এ কে জাহেদ চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ-সম্পাদক কাঞ্চন মহাজন, নিউজ চাঁটগার সম্পাদক হারাধন চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন প্রমুখ।
উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, ডা. উজ্জ্বল চক্রবর্ত্তী ও দীপঙ্কর দাশগুপ্ত। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। শেষে মেয়র চিত্রাংকন, আবৃত্তি ও সঙ্গীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।