সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার চট্টগ্রামের সাংবাদিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সন্ত্রাসী হামলায় একটি দৈনিক পত্রিকার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আহত হয়েছেন।

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকায় সোহেল আহমদ ওরফে সেলুর অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটেছে।

আহত সাংবাদিক শফিকুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

s alam president – mobile

আহত মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় সহকর্মী ফিরোজ উদ্দিনসহ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শীর্ষ সন্ত্রাসী খ্যাত বাকলিয়া থানার বগারবিল শান্তিনগর এলাকার সোহেল আহমেদ ওরফে সেলুর বিরুদ্ধে কিছুদিন আগে একাধিক জাতীয় দৈনিক, স্থানীয় এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের জের হামলা করে। ওই এলাকায় তথ্য সংগ্রহে সেলুর অফিসে গেলে সেলু বলেন, ‘তুই শফিক না, এখানে কেন আসছিস। এই এলাকাটা আমার, তোর কত বড় সাহস আমার এলাকায় তথ্য সংগ্রহ করতে আসছিস’—এই বলে তার বাহিনী আমার ওপর হামলা চালায়।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!