চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশে চশমা খাল সংলগ্ন ফেরদৌস ভবন হেলে পড়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় বিষয়টি টের পায় ভবন মালিকরা। বাড়ির মালিকের নাম ফেরদৌস রহমান।
তার ছেলে বাপ্পি রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চশমা খালের কাজ করার সময় ভবনের কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছিল। কাজ বন্ধ থাকার পর কিছুদিন আগে খাল সংস্কারের কাজ শুরু হলে বিল্ডিংয়ে ঝাঁকুনি হতো। কাল রাতে আমরা হঠাৎ টের পাই বিল্ডিং হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হচ্ছে।’
আইএমই/এমএফও