চট্টগ্রাম নগরীর ষোলশহর স্টেশনে রেলওয়ে প্রকৌশল দপ্তরের অধীনে উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী দপ্তরের সামনে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরের সামনে এভাবে পড়ে আছে ময়লার স্তূপ।
বুধবার (১৫ মার্চ) বিকালে ষোলশহর স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
আরও দেখা গেছে, এই দপ্তরের অধীনে থাকা রেলের শত কোটি টাকার স্লিপার, লোহার বড় বড় পাত, পয়েন্টসহ মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পড়ে আছে অবহেলায়। খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়েছে এসব মালামাল।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ময়লার স্তূপ বেশ কয়েকদিন ধরে এভাবে পড়ে আছে। আর এসব যন্ত্রপাতি ও মালামালও পড়ে আছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন বখাটে ও নেশাগ্রস্তরা সুযোগ পেলে চুরি করে নিয়ে যায় এসব জিনিস।
এই বিষয়ে জানতে চাইলে ষোলশহর রেল স্টেশনের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘গত মাসে ময়লা পরিষ্কার করেছি। সিটি কর্পোরেশনের গাড়ি না আসায় এবার পরিষ্কার করা হয়নি।’
জেএস/ডিজে