শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কারপ্রাপ্ত মুন্নিকে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সম্মাননা

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সহ প্রচার সম্পাদক পারভিন আক্তার মুন্নি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পাওয়ায় তাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু তাকে সম্মাননা স্মারক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জসিম উদ্দিন শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মানোয়ার জাহান মনি, সাদন দাশ,পংকজ রায়, এনামুল হক, আব্দুল মতিন, আবদুল বাতেন, মনছুর আলম রনি, আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েল, সহ-সভাপতি গিয়াস উদ্দিন রিফাত, যুগ্ম–সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ ইমন, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সাইফু, এডভোকেট শারমিন নিশু, সহ–প্রচার সম্পাদক পারভিন আক্তার মুন্নি, ইসমে আজম আসিফ,রবিউল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm