শ্রমিককে ‘হ্যান্ড স্যানিটাইজার’ সাজালো সৌদি আরামকো, সমালোচনার ঝড়

শরীরের ওপর বিশাল একটি হ্যান্ড সানিটাইজার মেশিন চাপিয়ে মুখে মাস্ক পরা এক অভিবাসী শ্রমিককে দাঁড় করিয়ে রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কার্যালয়ে তোলা ওই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

ছবিতে দেখা গেছে, আরামকো ভবনের ভেতরে-বাইরে স্টাফ সদস্যদেরকে স্যানিটাইজার সরবরাহ করছেন ওই অভিবাসী ওই শ্রমিক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, টুইটার ব্যবহারকারীরা এ ছবি দেখে সমালোচনা করে এ ঘটনাকে ‘বর্ণবাদী’ এবং ‘বৈষম্যমূলক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ একে ‘দাসপ্রথার নতুন সংস্করণ’ বলে কটাক্ষ করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এ ধারণার নেপথ্যে যিনি রয়েছেন তার মস্তিষ্কই আগে স্যানিটাইজ করা প্রয়োজন।’

ওই অভিবাসী শ্রমিক কোন্ দেশের তা জানা যায়নি। তবে সৌদি আরবে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া শ্রমিকরা কর্মরত রয়েছেন। অভিবাসী শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের জন্য নানা সময়ে সৌদি আরব সমালোচিত হয়ে আসছে।

এদিকে নিন্দা ও সমালোচনার মুখে সৌদি তেল কোম্পানি আরামকো এক বিবৃতিতে অভিবাসী ওই কর্মীর প্রতি এমন অবমাননাকর আচরণের জন্য অসন্তোষ প্রকাশ করে বলেছে, কোম্পানির সংশ্লিষ্ট বিভাগের অনুমতি না নিয়েই এমনটি করা হয়েছে। সে সঙ্গে কোম্পানিটি জানিয়েছে, এটি কাউকে খাটো করা নয় বরং স্যানিটাইজারের গুরুত্ব তুলে ধরতেই করা হয়েছে। তবে আরামকোর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘জনসাধারণের কাছে নয়, বরং ভুক্তভোগী ওই অভিবাসী শ্রমিকের কাছেই কোম্পানিটির ক্ষমা চাওয়া উচিত।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!