শ্যামলী বাসচাপায় পত্রিকা বিক্রেতা নিহত কর্নেলহাটে

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কর্নেলহাট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মো. জাকির হোসেন নামের এক পত্রিকা বিক্রেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কাট্টলী উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জাকির হোসেন (৪২) আকবরশাহের ইস্পাহানি সী-গেট এলাকার জনতা কলোনির মৃত মকবুল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কাট্টলী স্কুলের সামনে পত্রিকা দিতে রাস্তা পারে হওয়ার সময় একটি বাস জাকিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তার মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দীন আকবর বলেন, ‘সকালে সাড়ে ৭ টায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মো. জাকির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়ভাবে শুনেছি, তিনি পত্রিকা বিক্রেতা ছিলেন।’

গাড়ির চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ে করা হয়েছে বলেও জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm