মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় দুটি ফার্মেসিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
মো. ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ষোলশহর ২নং গেইট সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে হক মেডিকো ও মেসার্স সান্স ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান হোসাইন।
সিএম/এসএইচ