শ্যামলীর ধাক্কায় নিহত তিনজনই চট্টগ্রামের

0

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালায় শ্যামলী পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের নিহত ৩ ‍যাত্রীই চট্টগ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরেক যাত্রী। নিহতরা হলেন-চট্টগ্রামের আতুরারদীঘির জানে আলম (৩৫), হালিশহরের মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদের মকবুল আহমদের পুত্র জামাল উদ্দিন (৩৫)।

এদের মধ্যে জানে আলম ও মাসুদ ঘটনাস্থলে এবং জামাল উদ্দিন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামুর জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

s alam president – mobile

ঘটনার সত্যতা স্বীকার করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান- কক্সবাজার থেকে ঢাকামুখি একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের সাথে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে ২ জন প্রাণ হারায়। এসময় আহত আরো দুইজনকে প্রথমে রামু হাসপাতাল পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শ্যামলী পরিবহনের চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।

এসএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!