শ্বশুরবাড়িতে মারধর, অপমানে রশিতে ঝুললেন যুবক

শ্বশুরবাড়িতে মারধরের অপমান সহ্য করতে না পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত যুবকের নাম অপু দাশ (৩০)। তিনি মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠাছড়া এলাকার সন্তোষ মাস্টারের ছেলে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অপু। বৃহস্পতিবার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু বলেন, ‘অপুর স্ত্রী শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ফিরছিল না। গত ১০ জানুয়ারি অপুর শ্বশুরবাড়িতে গেলে সেখানে একটি সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকে শ্বশুরবাড়ির লোকজন তাকে অপমান এবং মারধর করে। এমনকি তার একমাত্র দুই বছরের ছোট্ট শিশু কন্যাকেও তাকে দেখতে দেয়নি। পরে সে অপমানে বুধবার রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

মিরসরাই থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!