স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে ১৫ আগস্ট বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঝংকার মোড় সংলগ্ন মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাদাত আনোয়ার সাদীর উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের মিয়া, নাজিরহাট পৌরসভা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আলী।
এতে আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা দিদারুল আলম সওদাগর, এমএ হান্নান, মনির হোসেন চৌধুরী, রুহুল আমিন, মো. আফসার, যুবলীগ নেতা শরিফ চৌধুরী, সাবেক ছাত্র নেতা হাসানুল করিম রাসেল, তৌহিদ শাহসহ ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান আলকাদেরী।