শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন শিক্ষাবিদ অসিত লালা

অসংখ্য অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ অসিত কুমার লালার শেষকৃত্য অনুষ্ঠান হল চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির শ্মশানে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে শেষকৃত্যের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ শিক্ষকতাজীবনে তিনি ছিলেন কিংবদন্তীর মতো।

হৃদরোগে আক্রান্ত হয়ে সাতকানিয়া সরকারি কলেজের প্রাক্তন এই গুণি শিক্ষক অসিত কুমার লালা বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের জামালখানে তার মেয়ের বাসায় বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৮৮ বছর বয়সী অসিত কুমার লালা সাতকানিয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এছাড়া তিনি ওই কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধানও ছিলেন।

১৯৩২ সালে জন্ম নেওয়া অসিত লালা মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে যান। তার স্ত্রী সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল ধরে শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান। অসিত লালার একমাত্র পুত্র ডা. রাজিব কুমার লালা যুক্তরাষ্ট্রপ্রবাসী। মেয়ে সীমা লালা চট্টগ্রামের জামালখান এলাকায় বসবাস করেন। অসিত লালার জামাতা প্রদীপ সেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm