চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে ট্রাকের ধাক্কায় ইউনুস নুর রবিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী মো. তারেক (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইউনুস নুর রবিন চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় নজুমিয়া লেইনের মোহাম্মদ আনিছের পুত্র বলে জানা গেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, ‘রবিন ও তারেক দুই মোটরসাইকেল যোগে পটিয়ার একটি রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্য চট্টগ্রাম শহর থেকে রওনা দেন। রাত দেড়টার দিকে শান্তির হাট এলাকায় কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে তারা সড়ক থেকে ছিটকে পড়েন। তাদেরকে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী তারেক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।’
এমএফও