শেষমেশ পরীক্ষার সুযোগ পাচ্ছে রেডিয়েন্ট স্কুলের সেই শিক্ষার্থী

অবশেষে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজের সেই শিক্ষার্থী মো. আলভী ইকবাল। দৈনিক চট্টগ্রাম প্রতিদিন অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ছাত্র আলভী ইকবালকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করার সুযোগ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

এর আগে ২৪ নভেম্বর “রেডিয়েন্ট স্কুলের ‘পলিটিক্সে’ ছাত্রের শিক্ষাজীবন শেষ” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে সেখানে রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী আলভী ইকবাল এর সার্বিক অবস্থা তুলে ধরা হয়।

এ প্রসঙ্গে আলভী ইকবালের বাবা মো জাবেদ ইকবাল চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আসলে স্কুল কর্তৃপক্ষের সাথে এখানে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যার কারণে অভিভাবক হয়ে যতটুকু সম্ভব ছেলের জন্য দৌড়াদৌড়ি করেছি। আমার ছেলে তো এই স্কুলেরই শিক্ষার্থী। এই স্কুলের শিক্ষকের স্নেহছায়ায় সে মানুষের মতন বড় হতে শিখেছে। তাই এখন পরীক্ষার সুযোগ পাচ্ছে জেনে আনন্দ লাগছে।’

তিনি আরও বলেন, ‘সামনের যে ক’টা দিন রয়েছে ছেলে যেন ভালো করে প্রস্তুতি নেয় সেই দিকটিই বিবেচনা করবো। এই ঘটনায় রীতিমতো ছেলেটা মানসিক চাপে পড়ে গিয়েছিল। এই স্কুল ভালো বলেই দীর্ঘ ১২টি বছর এখানেই পড়িয়েছি।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শিক্ষার্থীর অভিভাবক জানালেন ফরম পূরণ হবে। বাকিটা দেখা যাক। না হলে বাবার জানানোর কথা ছিল। বাবা আর যোগাযোগ করেনি।’

তবে স্কুল কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!