রোগীদের অভিযোগের পর চট্টগ্রামের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ল্যাবরেটরির দুই ফার্মেসিতে মেয়াদহীন ওষুধ পাওয়ায় ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় শেভরণে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
মো. ফয়েজ উল্যাহ জানান, কিছুদিন আগে আমরা খবর পাই—শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির দ্বিতীয় তলায় মেসার্স শেভরণ ফার্মেসিতে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে ওষুধের গলাকাটা দাম রাখা হচ্ছে। সেখানে চেম্বার করা ডাক্তারদের ওষুধ যেহেতু এ ফার্মেসিতে পর্যাপ্ত পাওয়া যায়, তাই রোগীরা নিতে বাধ্য হন। ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
তিনি আরও জানান, মেসার্স শেভরণ ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ওই ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধের মূল্য বেশি নেওয়ায় ওই ফার্মেসিকে আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালের ৬ষ্ঠ তলার আরেক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
দুটি ফার্মেসিকে মোট ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ফয়েজ উল্যাহ।
আইএমই/ডিজে