শেখ হাসিনা—নরেন্দ্র মোদীর ১৫ মিনিটের ফোনালাপ, শুভেচ্ছা বিনিময়

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০ সালের প্রথম দিন বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করেন মোদি। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদিকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তাঁর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করেন।

সাম্প্রতিক সময়ে দিল্লী এবং ঢাকার সম্পর্কে যে অস্থিরতা চলছে এই দুই সরকার প্রধানের ফোনালাপের মধ্য দিয়ে সরই দূরত্ব কমতে শুরু করেছেন বলে মনে করা হচ্ছে।

s alam president – mobile

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!