চট্টগ্রামের পটিয়া খরনা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দ্রুত শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে পটিয়া ক্রিকেট একাডেমির উদ্যোগে পিসিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। পটিয়া খরনা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে শেখ রাসেল স্টেডিয়ামের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় পটিয়া ক্রিকেট একাডেমির জন্য ১ লাখ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দেন হুইপ।
এর পর হুইপ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় পটিয়া ক্রিকেট একাডেমি বনাম আনোয়ারা ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত ২০ ওভারের খেলায় আনোয়ারা একাডেমি ৯ রানে জয়ী হয়। এতে পটিয়া একাডেমির আজিজ ২ উইকেট এবং ৪৮ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
উদ্বোধনী খেলায় পটিয়া ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ডা. সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি এমএ হাসেম চেয়ারম্যান।
ক্রীড়া সংস্থার সদস্য পুলক চৌধুরীর সঞ্চালনায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক শাহরিয়ার শাহজানের স্বাগত বক্তব্যের পর অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর গোফরান রানা, রূপক কুমার সেন, খোরশেদ গনি, ইয়াছমিন আকতার চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, আলমগীর আলম, এমএনএ নাছির, ফজলুল হক আল্লাই, নাজিম উদ্দিন পারভেজ, সরোয়ার হায়দার, মিজানুর রহমান, আনোয়ারা ক্রিকেট একাডেমির উপদেষ্টা আহমেদ আনিস চৌধুরী, টুর্নামেন্ট কমিটির শাহ আলম খোকন, মহিউদ্দিন নেজামী, সাইফুল ইসলাম সোহেল, পেয়ার মোহাম্মদ, শফিউল আলম, জাবেদ হোসেন, আনিসুর রহমান, পার্থ দাশ, ওসমান, আবু মনসুর, রাসেল প্রমুখ।
এসএ