শেখ রাসেল ক্লাব কাপ সাঁতারে ঢাকা ওয়ান্ডারার্স চ্যাম্পিয়ন
চট্টগ্রামের হালদা সুইমিং ১৫তম
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব যেখানে ১৮টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়নের স্বাদ নেয় সেখানে চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি হালদা সুইমিং ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে ১৫তম হয়ে সাঁতারে চট্টগ্রামের বেহাল অবস্থার চিত্র দেখায়। এছাড়া আমলা সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে ৩য়, সাগরখালী সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে ৪র্থ এবং গোপালগঞ্জ সুইমিং ক্লাব ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য পেয়ে ৫ম স্থান অধিকার করে। ভাটি বাংলা সুইমিং ক্লাব সুশৃঙ্খল দলের পুরস্কার লাভ করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিজেকেএসের সহযোগিতায় শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শনিবার (১২ অক্টোবর) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাখেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরার মোহাম্মদ আবু আশরাফ, কমেডোর মাহমুদুল মালেক। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল)।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা সাংসদ হোসনে-আরা, সিজেকেএস সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য লায়ন দিদারুল আলম চৌধুরী এম জে এফ, জহির আহমদ চৌধুরী, সৈয়দ আবুল বশর, এ কে এম আবদুল হান্নান আকবর, মো. মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস নির্বাহী সদস্য আছলাম মোরশেদ, রেজিয়া বেগম ছবি, সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব, লোকাল অর্গানাইজিং কমিটির আহ্বায়ক শাহ জাহান, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এস এম সাইফুদ্দিন, মো. লুৎফল করিম সোহেল, এ এস এম সাইফুদ্দিন, শওকত হোসাইন, নাছির মিঞা, এনামুল হক, রায়হান উদ্দিন রুবেল, সাঁতার কমিটির সদস্য এস.এম নাছির খান, আসাদুজ্জামান খান, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, আবদুল হামিদ, কোষাধ্যক্ষ রেজাউল হোসেন বাদশা।