আসন্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং জাতীয় সংসদের হুইপ জনাব শামসুল হক চৌধুরী এমপি’র সাথে সিজেকেএস, চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় হুইপ শামসুল হক চৌধুরী শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ সফলভাবে সম্পন্ন এবং এবারের আয়োজনকে আরো জাঁকজমকপূর্ণ করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার সভাপতি সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো. আলমগীর, সিজেকেএস সহসভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য দিদারুল আলম, জহির আহমদ চৌধুরী, এ কে এম এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লেদু, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি এস এম শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহজাহান।