শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মতবিনিময়

চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় স্বীকৃতির ৮৫ বছর পূর্তি এবং ২য় পুনর্মিলনী-২০২৫ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় 1

শনিবার (১৮ জানুয়ারি) নগরীর সিআরবির এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

১৯৪০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুচিয়া উচ্চ বিদ্যালয় স্বীকৃতি ৮৫ বছর পূর্ণ হয়েছে ২০২৫ সালে। এর আগে ২০০৯ সালে শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

২০২৫  সালকে স্মৃতিময় করার জন্য সাবক ছাত্রছাত্রীদের  উদ্যোগে দ্বিতীয় পুনর্মিলনী করার লক্ষ্যে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিতে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত ও বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র অমিত চৌধুরী,  রূপেন চক্রবর্তী,  মো. তৌহিদুল আলম, বিপ্লব ভট্টাচার্য্য, তাপস চক্রবর্তী, মো. এহসান চৌধুরী, রাজেশ চক্রবর্তী, গৌতম ভট্টাচার্য্য, এটিএম  ফয়সাল চৌধুরী, সুদীপ্ত সিকদার, দেবজয় চক্রবর্তী, জিকু দে, প্রান্ত কানুনগো,  মো. হাসনাত উদ্দিন চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm