শুক্রবার স্কুলছাত্রীর বিয়ে, মা জানেন না বাল্যবিয়ে কী

চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া গ্রামে শুক্রবার (৩ জানুয়ারি) ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ে হবে। এ উপলক্ষে গ্রামে সাজসজ্জা ও কমিউনিটি সেন্টারও ঠিক করা হয়েছে। আমন্ত্রণ করা হয়েছে গ্রামবাসীকেও। ১৫ বছর বয়সী ওই ছাত্রীর নাম মোছাম্মৎ রুমানা এবং স্থানীয় মো. ইউনুছ সওদাগরের কন্যা। সে কাথারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে।

স্থানীয়রা জানান, কাথারিয়া ইউনিয়নের পূর্ব বাগমারা গ্রামের মো. আক্তার আহমদের প্রবাসী ছেলে মো. আরিফ আলীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে রুমানার।

ওই ছাত্রীর মা রেনুয়ারা বেগম বলেন, ‘মেয়ের বয়স হয়েছে। ভালো বর পেয়েছি। তাই বিয়ে ঠিক করা হয়েছে। বাল্যবিয়ে কী তা আমি জানি না।’

কাথারিয়া উচ্চ বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ‘বিয়ের দাওয়াত আমরাও পেয়েছি। বাল্যবিয়ে বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব হলেও প্রভাবশালীদের কারণে আমরা কিছু করতে পারছি না। তবে এ বিয়েতে আমরা যাব না।’

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, ‘কেউ অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm