শীতের টাটকা সবজি আসছে দোহাজারীর নদীপথে (ছবির গ্যালারি)

চট্টগ্রামে শীতের সবজির চাহিদা মেটাচ্ছেন স্থানীয় চাষীরা। দোহাজারী এলাকায় সবজি চাষের খ্যাতি রয়েছে। শীত মৌসুমে দোহাজারীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে সবজি চাষ করার চাহিদা দিন দিন বাড়ছে। এসব সবজি চাষে দামও ভালো পাচ্ছেন তারা। খেত থেকে সবজি তুলে শঙ্খ নদী দিয়ে নৌকায় করে বাজারে নিয়ে আসেন চাষীরা। সেখান থেকে পাইকারি ও খুচরা বিকিকিনি চলে। দোহাজারী বটতল এলাকায় এসব সবজির সরবরাহ ও বিকিকিনির কিছু ছবি নিয়ে ছবির গল্প সাজিয়েছেন আজীম অনন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!