চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশপাশের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নানা প্রজাতির গাছের চারা রোপন করে সংগঠনটি।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম, চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি নাজমুস সাদাত, সাধারণ সম্পাদক মুনওয়ার রিয়াজ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ তুহিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য ইমাম ইমুসহ সমিতির সদস্যবৃন্দ।
চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন বলেন, মানুষ মানুষের জন্য। ছিন্নমূল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
এ দায়িত্ববোধ থেকেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চবি সাংবাদিক সমিতি এগিয়ে এসেছে।
ভবিষ্যতেও সাংবাদিক সমিতি অসহায় মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী।
এমআইটি/কেএস